নির্বাচনে না গিয়ে খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে বেগবান করার আহ্বান

 

 

 

বিএনপির মানববন্ধনআর কোনও নির্বাচনে না গিয়ে খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগে ‘ভুয়া ভোটের সংসদ’-এর প্রতিবাদে বিএনপি আয়োজিত এক ঘণ্টার মানববন্ধন থেকে এ আহ্বান জানানো হয়।

বুধবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে এ মানববন্ধন শুরু হয়, যা বেলা ১২টা পর্যন্ত চলবে। মানববন্ধনে বিএনপি, দলটির সহযোগী ও অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

মানববন্ধনে বিএনপি নেতারা অভিযোগ করেন, একাদশ সংসদ নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে। ৩০ ডিসেম্বর নয়, ভোট হয়েছে ২৯ তারিখ রাতে। ফলে এই ভুয়া ভোটের সংসদের কোনও বৈধতা নেই। তাই আগামীতে আর কোনও নির্বাচনে না গিয়ে খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে এগিয়ে নিতে হবে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, অনেকে বলে বিএনপি কেন নির্বাচনে যায় না। এখন তারাও দেখেছেন শেখ হাসিনার অধীনে কোনও নির্বাচন সুষ্ঠু হয় না। তাই বলবো, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের কর্মসূচি ঘোষণা করুন।

মানববন্ধনে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মইন খান প্রমুখ।