জনগণের অধিকার রক্ষায় সাহসী ভূমিকা রাখবে ছাত্রসমাজ: মন্টু

মোস্তফা মোহসীন মন্টুজাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয়কারী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু আশা প্রকাশ করে বলেছেন, ‘ছাত্রসমাজ অতীতের মতো জনগণের অধিকার রক্ষায় সাহসী ভূমিকা পালন করবে। ৫২, ৭১, ৯০ -এর মতো ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ঝাঁপিয়ে পড়বে ছাত্রসমাজ। মুক্তিযুদ্ধে যেভাবে বিজয় ছিনিয়ে এনেছে, ঠিক সেভাবে এবারও গণতন্ত্র উদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করবে। এর মাধ্যমে দেশ ও সমাজ থেকে দুর্নীতি, সন্ত্রাস দূর হবে এবং ছাত্ররা অধিকার রক্ষায় সাহসী ভূমিকা পালন করবে।’
গণফোরামের ছাত্র সংগঠন ‘ঐক্যবদ্ধ ছাত্রসমাজ’ এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শনিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠনের ইডেন কমপ্লেক্সে কেন্দ্রীয় কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারীদের বিরুদ্ধে ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে এটা আমার বিশ্বাস।’
সভায় আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট এস এম আলতাফ হোসেন, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, আওম শফিক উল্লাহ, মোশতাক আহমেদ, কাজী হাবিব, রওশন ইয়াজদানী, ঐক্যবদ্ধ ছাত্র সমাজের সিনিয়র সহসভাপতি মো. সানজিদ রহমান শুভ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি প্রমুখ।