সংরক্ষিত মহিলা আসনে জাতীয় পার্টির চার প্রার্থীর মনোনয়ন





জাতীয় পার্টির মনোনীত চার প্রার্থীজাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের জন্য জাতীয় পার্টি তাদের চার মনোনীত প্রার্থীর তালিকা দিয়েছে। দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা সোমবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনে রিটার্নিং অফিসারের কাছে দলীয় প্রার্থীদের তালিকা দেন।
জাতীয় পার্টির এই চার মনোনীত প্রার্থী হলেন রওশন আরা মান্নান, সালমা ইসলাম, প্রফেসর মাসুদা রশীদ চৌধুরী ও নাজমা আক্তার।
মনোনয়ন প্রক্রিয়া সম্পর্কে মশিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের বলেন, ‘আমাদের চেয়ারম্যান একটি কমিটি করে দিয়েছিলেন। এই কমিটি বিভিন্ন বিষয় পর্যালোচনা করে প্রার্থীদের মনোনীত করেছেন।’
এবারের সংসদ অনেক সমৃদ্ধ হয়েছে— মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা সংসদে অশ্রাব্য ভাষার ব্যবহার বা মারামারি করতে চাই না। সরকারের ভালো কাজকে ভালো ও খারাপ কাজকে খারাপ বলতে চাই।’