বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন, বিচারকাজ সহজ করতে উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ জরুরি। এতে মামলার চাপ কমাতেও সহায়ক হবে।
সোমবার (৭ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের দশম দিনের সংলাপের মাঝে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ বিচার বিভাগ। কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তৃণমূল পর্যায়ে অনেক সময় বিচার পাওয়া কঠিন হয়ে পড়ে। জেলা পর্যায়ে অধস্তন আদালত থাকলেও উপজেলা পর্যায়ে নেই। তাই উপজেলা পর্যায়ে আদালত বিকেন্দ্রীকরণের বিষয়ে সমর্থন করে জামায়াত। কারণ আমরা বিচার বিভাগকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে চাই।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার পাঁচ আগস্টের আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত। আমরা আশা করি, সরকার উপজেলা পর্যায়ে অধস্তন আদালত প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনা করবে। এ ক্ষেত্রে আর্থিক ও অবকাঠামোর বিষয়টিও নিশ্চিত করতে হবে।
জামায়াতের এই নেতা উল্লেখ করেন, অনেকে যুক্তি দিচ্ছেন, এর মাধ্যমে বিচারের নামে দালাল চক্রের দৌরাত্ম্য বাড়তে পারে। আমরা মনে করি, সে বিষয়ে সমাধান বের করতে হবে। অধস্থন আদালত স্থাপনের পাশাপাশি চৌকি আদালতগুলোকেও সচল রাখতে হবে। আর শালিসি আদালত সংশ্লিষ্টদের ট্রেনিংয়ের আওতায় আনতে হবে।