‘মিডনাইট’ সরকারের নতজানু নীতির কারণে রোহিঙ্গা সংকট: রিজভী

রুহুল কবির রিজভীবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘রোহিঙ্গা সংকট সমাধান হচ্ছে না কেবলমাত্র মিডনাইট সরকারের নতজানু নীতির কারণে। মিডনাইট ভোটের এই সরকার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ক্রমাগত ব্যর্থ হচ্ছে। নতজানু পররাষ্ট্রনীতির কারণে মিয়ানমারও বাংলাদেশকে নিয়ে দুঃসাহস দেখাতে স্পর্ধা দেখাচ্ছে। বারবার মিয়ানমার সরকারিভাবে তাদের ওয়েবসাইটে সেদেশের মানচিত্রে সেন্ট মার্টিন দ্বীপকে নিজের অংশ হিসেবে দেখাচ্ছে।’ শনিবার (১৬ ফেব্রুয়ারি) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘আরাকান রাজ্যের ১০ লাখের বেশি রোহিঙ্গা অধিবাসীকে বাংলাদেশে আসতে বাধ্য করেছে। এখন সেখানকার সংখ্যালঘু উপজাতিদেরও তাড়িয়ে দিচ্ছে বাংলাদেশে। এ নিয়ে আওয়ামী সরকার কিছু করতে চরমভাবে ব্যর্থ হচ্ছে। প্রতিবাদ দূরে থাক, বরং মিয়ানমারের বাংলাদেশবিরোধী নীতির পক্ষে অবস্থান নিয়েছেন শেখ হাসিনা।’

সারাবিশ্ব যখন রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকে চাপ দিচ্ছিলো সেসময় প্রধানমন্ত্রী মিয়ানমারের পক্ষ নিয়ে বক্তব্য দিয়েছিলেন বলেও দাবি করেন রিজভী। তিনি বলেন, ‘বাংলাদেশের ভূখণ্ডকে মিয়ানমার তাদের অংশ করে নিতে চাইবে আর আমরা কিছুই করবো না! শুধু রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে প্রতিবাদ করলেই সব শেষ হয়ে যায় না। এটি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে জোরালোভাবে উপস্থাপন করা হয়নি। তারা একবার না কয়েকবার একই ঘটনা ঘটিয়ে চলেছে।’

বাংলাদেশের সীমান্ত জেলা ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় কী চলছে প্রশ্ন রেখে রিজভী বলেন, ‘সেখানে বিজিবির গুলিতে নিহতদের পরিবারে যখন শোকের মাতম চলছে, তখন নিহতদের নামে আবার মামলা দেওয়া হয়েছে। ২৭২ জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে বিজিবি। একটি মামলার এজাহারে বিজিবি’র গুলিতে নিহত শিক্ষক নবাব আলী ও কৃষক সাদেক আলীর নামও রয়েছে। ভয়ে আতঙ্কে এখন পুরুষশূন্য হয়ে পড়েছে এলাকা। বিজিবির কাজ সীমান্ত পাহারা দেওয়া। কিন্তু তারা সীমান্ত পাহারা না দিয়ে বিএসএফ-এর মতোই বাংলাদেশিদের হত্যা করছে। প্রায়দিনই বিএসএফ বাংলাদেশিদের গুলি করে হত্যা করছে, অথচ বিজিবি এ বিষয়ে নির্বিকার। মিডনাইট সরকারকে সহায়তা করার জন্যই পুলিশ-র‍্যাবের মতো বিজিবিও সেই অপকর্মে জড়িয়ে পড়েছিল।’

কবি আল মাহমুদের মৃত্যুতে শোক প্রকাশ করেন রিজভী।