পুনরায় নির্বাচন দি‌য়ে প্রমাণ করুন আপনার বিবেক আছে: সিই‌সি‌কে মোশাররফ

বক্তব্য রাখছেন ড. খন্দকার মোশাররফ হো‌সেন প্রধান নির্বাচন কমিশনার-সিইসি কে এম নূরুল হুদাকে উদ্দেশ বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য ড. খন্দকার মোশাররফ হো‌সেন বলেছেন, আপনারা স্বীকার  করেছেন যে, ২৯ ডিসেম্বর রা‌তে ভোটের বাক্স ভর্তি হয়েছে। তাহ‌লে পুনরায় নির্বাচনের ব্যবস্থা করে, অথবা পদত্যাগ করে প্রমাণ করুন— আপনার বিবেক আছে।

রবিবার (১০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে ‘সংগ্রামী নারী ও জীবন’  শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।

তি‌নি ব‌লেন,‘আমরা অন্ধকার যুগে প্রবেশ করেছি, যেখানে মানুষের কথা বলার কোনও অধিকার নেই। বাংলাদেশের সব মানুষ আজ  অধিকার থেকে বঞ্চিত। দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে হবে। তাহলে সব মানুষ তাদের অধিকার ফিরে পাবে। মানবাধিকার ও  তাদের ভোটাধিকার পাবে।’

তিনি আরও  বলেন, ‘শুধুমাত্র নারীদের অধিকার প্রতিষ্ঠা করলে হবে না। এদেশে গণতন্ত্রের পরিবেশ সৃষ্টি করতে হবে। তাহলে নারীরা এগিয়ে যেতে পারবে। গণতন্ত্র পুনরুদ্ধার ছাড়া নারীরা এগিয়ে যেতে পারবে না। খালেদা জিয়াকে মুক্ত করা ছাড়া এদেশের গণতন্ত্র মুক্ত করা যাবে না। তিনি হলেন গণতন্ত্রের মা। তার নেতৃত্বেই এদেশের গণতন্ত্র মুক্ত করতে হবে। মানুষের অধিকার পুনরুদ্ধার করতে হবে। মানুষের অধিকার না থাকলে নারীর অধিকার কোথা থেকে আসবে। নারী-পুরুষ সবাইকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য বাংলাদেশের সবাইকে সমানভাবে অবদান রাখতে হবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘৩০ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল। সেখানে ২৯ ডিসেম্বর রাতে ভোট ডাকাতি হয়ে গেছে। যেমন একজন নারীর ভোটাধিকার বঞ্চিত করেছে, তেমনই একজন পুরুষ ভোটারের অধিকারও বঞ্চিত করেছে এই সরকার।’

বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের সভাপতিত্বে আরও  উপস্থিত ছিলেন— ড. শাহিদা রফিক, প্রফেসর ড. তাজমেরী ইসলাম, সেলিনা রউফ, লায়লা হক, ফরিদা ইয়াসমিন, রাশেদা ওয়াহিদ মুক্তা প্রমুখ।