স্বাধীনতার ৪৮ বছর পরও জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত: খেলাফত মজলিস




স্বাধীনতার ৪৮ বছর পরেও দেশের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত বলে অভিযোগ করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। তিনি বলেন, ‘৩০ ডিসেম্বর প্রহসনের নির্বাচনের পরে নির্বাচনব্যবস্থার প্রতি দেশবাসী আস্থা হারিয়ে ফেলেছ।’
সোমবার (২৫ মার্চ) বিকালে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় স্বাধীনতা দিবসের এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
আহমদ আবদুল কাদের বলেন, ‘উপজেলা নির্বাচনে খিচুড়ি খাইয়েও ভোটারদের ভোটকেন্দ্রে নেওয়া যাচ্ছে না। দেশবাসী জনবিচ্ছিন্ন সরকার ও ব্যর্থ নির্বাচন কমিশনকে প্রত্যাখান করেছে। আজ দেশে মানুষের জান-মালের ন্যূনতম নিরাপত্তা নেই। ভূলুণ্ঠিত রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে, বৈষম্যহীন শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।’
সভায় মহান মুক্তিযুদ্ধে শহীদদের জন্যে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। দলটির ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহাসগরের সাধারণ সম্পাদক মাওলানা আজীজুল হক, কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক মো. আবদুল জলিল, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, অ্যাডভোকেট তাওহিদুল ইসলাম তুহিন, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, হুমাযুন কবির আজাদ, মল্লিক মুহাম্মদ কিতাব আলী প্রমুখ।