গোলান মালভূমি নিয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের প্রতিবাদ বিএনপির





বিএনপি

সিরিয়ার গোলান মালভূমিকে ইসরায়েলের ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেছে বিএনপি। দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির বলেন, ‘ট্রাম্পের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।’

মঙ্গলবার (২৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক প্রতিক্রিয়ায় এ অভিযোগ করা হয়।

সোমবার (২৫ মার্চ) আনুষ্ঠানিকভাবে দখলকৃত গোলান মালভূমিকে ইসরায়েলি ভূখণ্ডের স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র। এদিন এ-সংক্রান্ত ঘোষণাপত্রে সই করেন ট্রাম্প। এরইমধ্যে ট্রাম্পের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।

জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, এ ইস্যুতে তাদের অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) ট্রাম্পের স্বীকৃতি প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে। বিষয়টি নিয়ে জাতিসংঘে যাওয়ার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, কাতার ও লেবাননও ট্রাম্পের স্বীকৃতি প্রত্যাখ্যান করেছে।

ব্যারিস্টার নওশাদ জমির বলেন, এ ঘোষণা ‘সিকিউরিটি কাউন্সিল রেজ্যুলেশন ৪৯৭ এবং ২৪২-এর পরিপন্থী। এটা নিয়ে বাংলাদেশ সরকার কিছু বলছে না, এতে আমরা আশ্চর্য হচ্ছি।’ বিএনপির পক্ষে নওশাদ জমির সরকারের প্রতি আহ্বান জানান দ্রুত নিজেদের অবস্থান জানিয়ে যুক্তরাষ্ট্রকে বার্তা দেওয়ার।