আইনি প্রক্রিয়াতেই খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি পেতে হবে: হানিফ





মাহবুব-উল আলম হানিফ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তি আইনি বিষয় মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, তার প্যারোলে মুক্তির মতো পরিস্থিতি তৈরি হয়নি। প্যারোলে মুক্তি পেতে হলে তাকে আইনি প্রক্রিয়াতেই মুক্তি হতে হবে; রাজনৈতিক বিবেচনায় তাকে প্যারোলে মুক্তি দেওয়ার সুযোগ নেই।
রবিবার (৭ এপ্রিল) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
গতকাল শনিবার (৬ এপ্রিল) জামালপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘খালেদা জিয়া প্যারোলে মুক্তির আবেদন করলে বিষয়টি বিবেচনা করবে সরকার।’ এর পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়টি আলোচনায় এসেছে।
মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘সাধারণত দণ্ডপ্রাপ্ত কারও আত্মীয়-স্বজন মারা গেলে তাকে শেষ দেখা, শেষকৃত্যের জন্য কিংবা অসুস্থ হলে প্যারোলে মুক্তির বিষয়টি আসে। তবে আমার জানা মতে, খালেদা জিয়ার ক্ষেত্রে তেমন কোনও পরিস্থিতি তৈরি হয়নি।’
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাসহ দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।