শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার ঘটনায় ইসলামী ঐক্যজোটের নিন্দা

মুফতি ফয়জুল্লাহ

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ কয়েকটি শহরের একাধিক গির্জা ও আবাসিক হোটেলে ভয়াবহ সিরিজ বোমা হামলায় হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্যজোট। দলটির মহাসচিব মুফতি ফয়জুল্লাহ সোমবার (২২ এপ্রিল) এক বিবৃতিতে হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

এই হামলাকে কাপুরুষোচিত আখ্যায়িত করে মুফতি ফয়জুল্লাহ বলেন, ‘এমন জঘন্য সন্ত্রাসী হামলায় আমরা হতবাক। আমরা আশা করছি, এ ধরনের বর্বর, সন্ত্রাসী হামলা বন্ধ করার জন্য শান্তিকামী বিশ্ব সম্প্রদায় সমন্বিত পদক্ষেপ গ্রহণ করবে। এই  বর্বর সন্ত্রাসী হামলায় বিদেশি নাগরকিসহ দেশটির সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় আমি শোক প্রকাশ করছি। গভীর সমবেদনা জানাচ্ছি নিহতদের শোকাহত পরিবার পরিজনের প্রতি। শ্রীলঙ্কার সরকার এবং সে দেশের নাগরিকদের প্রতি সহানুভূতি, সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করছি। আহতদের আশু সুস্থতা কামনা করছি।