‘দে‌শের প্রতিটি ক্ষে‌ত্রে দুর্নী‌তি করছে সরকার’

 

চালক দলের মানববন্ধনে বক্তব্য দিচ্ছেন বিএন‌পি চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা আব্দুস সালামদেশের প্রতিটি ক্ষেত্রে সরকার দুর্নীতি করছে বলে মন্তব্য করেছেন বিএন‌পি চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা আব্দুস সালাম। তিনি বলেন, ‘সরকার দে‌শের জনগণ‌কে ভা‌লোবা‌সে না, ভা‌লোবা‌সে ক্ষমতা‌ আর টাকা‌কে। দেশে এমন কোনও ক্ষেত্র নেই যেখা‌নে সরকা‌রের দুর্নী‌তি নেই।’

শনিবার (২৫ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী চালক দলের উদ্যোগে ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি’র প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম ব‌লেন, ‘চীনে যে কাজ‌টি কর‌তে ১০ টাকা লাগে, ভার‌তে সেই কাজ করতে লাগে ১৩ টাকা, আর বাংলা‌দে‌শে লা‌গে ৫০ টাকা। তাহ‌লে ভাবুন এ দে‌শে কতটা দুর্নী‌তি হয়। বাংলাদেশের প্রতিটি জায়গায়, প্রতিটি ক্ষেত্র থেকে বর্তমান সরকার দুর্নীতি করছে। এই সরকার যখন পদ্মা সেতু শুরু করে‌ছিল, তখন বলা হয়েছিল ১০ হাজার কোটি টাকা খরচ হ‌বে। আর এখন ৪০ হাজার কোটি টাকার উপরে চলে গেছে। তাহলে কতটুকু দুর্নীতি হচ্ছে একটু ভাবুন।’

বিএন‌পি চেয়ারপারস‌নের এই উপ‌দেষ্টা ব‌লেন, ‘রূপপুরে বিদ্যুৎ কেন্দ্র করা হ‌চ্ছে। এই বিদ্যুৎ কেন্দ্র থে‌কে মানুষ কতটুকু বিদ্যুৎ পা‌বে তা তা‌দের দুর্নী‌তি দে‌খে বোঝা গে‌ছে। এ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ তো সাধারণ মানুষ পা‌বে না। এটা করা হ‌চ্ছে সরকা‌রের কিছু লোকের পেট ভরা‌নোর জন্য।’

চালক দলের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন কবিরের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, কৃষক দলের সদস্য দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, সংগঠনটির সহ-সভাপতি শাফিন আহমেদ লিখন, যুগ্ন সাধারণ সম্পাদক ফজলে কবির সাগর প্রমুখ।