এরশাদের সিদ্ধান্ত পরিবর্তনই জাপাকে টিকিয়ে রেখেছে: জিএম কাদের


এরশাদজাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিভিন্ন সিদ্ধান্ত পরিবর্তনের কারণেই দল আজও টিকে রয়েছে বলে মনে করেন জিএম কাদের। জাতীয় পার্টির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতে, পার্টির অস্তিত্ব রক্ষার্থে এরশাদকে অনেক সিদ্ধান্ত নিতে হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) বিকালে রাজধানীর শ্যামপুর বালুর মাঠে আয়োজিত এক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ আলোচনা সভার পর ইফতারের আয়োজন ছিল। এর আয়োজন করেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা।
জিএম কাদের বলেন, ‘নব্বইয়ের পর থেকে ঘাত-প্রতিঘাত ও ষড়যন্ত্র জাতীয় পার্টির নিত্যসঙ্গী। জাতীয় পার্টি সব সময় ঝড়ে পড়া নৌকার মতো। ঘরে-বাইরে সব সময় সংগ্রাম করে চলছে। একটার পর একটা বৈরী পরিবেশ অনুকূল করে চলতে হয়েছে।’
ক্ষমতা হস্তান্তরের পর থেকে জাতীয় পার্টি কখনও স্বাধীনভাবে রাজনীতি করতে পারেনি দাবি করে জিএম কাদের বলেন, ‘পার্টি টিকিয়ে রাখার স্বার্থে, যুগের সঙ্গে তাল মিলিয়ে টিকে থাকার জন্য এরশাদকে বিভিন্ন সময় সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে। আর এ সিদ্ধান্ত পরিবর্তনের জন্যই জাতীয় পার্টি অনেক ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।’
সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাপার প্রেসিডিয়াম সদস্য এমরান হোসেন মিয়া, পুলিশের উপ কমিশনার এম ফরিদ উদ্দীন প্রমুখ।