আমরা একটা ‘বেটার ফিউচার’ উপহার দেবো: ওবায়দুল কাদের


প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসীকে উন্নত ভবিষ্যৎ উপহার দেওয়ার কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘উন্নয়নের মহাসড়কে আমরা এগিয়ে যাচ্ছি এবং আরও যাবো। আমরা বাংলাদেশের সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটা উন্নত, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেবো। বঙ্গবন্ধুর আদর্শকে সমুন্নত রেখে আমরা সোনার বাংলা গড়বো। বাংলাদেশকে আমরা একটা ‘বেটার ফিউচার’ উপহার দেবো।’

বুধবার (৫ জুন) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে ওবায়দুল কাদের এসব কথা বলেন। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তিনি শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন দেশের কূটনীতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা এবং পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও শুভেচ্ছা অনুষ্ঠানের উপস্থিত হওয়ায় ওবায়দুল কাদের সবাইকে ধন্যবাদ জানান।

কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমরা সবাই একসঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে ভালোবাসি। দলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই।’

এ সময় এবারের ঈদযাত্রা সবচেয়ে স্বস্তিদায়ক ও আরামদায়ক হয়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘এবারের মতো স্বস্তিদায়ক ঈদযাত্রা দেশে এর আগে হয়নি। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে রাজধানীবাসী গ্রামের বাড়িতে গিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পেরেছেন। আশা করি একইভাবে তারা ঈদের পর সবাই কর্মস্থলে ফিরে আসতে পারবেন। আর সে ব্যবস্থাও আমরা রেখেছি।’

দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আমাদের চলার পথে জাতীয় সম্মেলনও খুব দূরে নয়। আমরা দলকে আরও সুসংগঠিত, আরও স্ট্রিমলাইন, আরও স্ট্রংগার, আরও মডার্ন করবো। শেখ হাসিনার নেতৃত্বে একটা শক্তিশালী টিমওয়ার্ক গঠন করবো।’

কূটনীতিকদের সঙ্গে আওয়ামী লীগের শুভেচ্ছা বিনিময়শুভেচ্ছা বিনিময়কালে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও এনামুল হক শামীম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ মহানগর আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন।

এর আগে সকালে জাতীয় সংসদের টানেলে ঈদের জামাতে অংশ নেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া দিতে গিয়ে ওবায়দুল কাদের সাম্প্রদায়িকতা ও উগ্রবাদের বিরুদ্ধে সবাইকে এক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে এক হতে হবে।