সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ড. কামালের উদ্বেগ

ড. কামাল হোসেন (ফাইল ছবি)
দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা ও মন্দির ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গনফোরামের সভাপতি ড. কামাল হোসেন। মঙ্গলবার (১১ জুন) গণফোরামের দফতর সম্পাদক মোহাম্মদ আজাদ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে কামাল হোসেন বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, মন্দির ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। বিভিন্ন স্থানে বাড়িঘর, দোকানপাট দখল, প্রতিমা ভাঙচুর, নারী নির্যাতনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় গভীর নিন্দা জানিয়ে কামাল হোসেন, এ সব বিচারহীনতার অপসংস্কৃতির নিন্দনীয় ঘটনার বিষয়ে সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

একইসঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় নিন্দা জানান গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া।