ধারাবাহিক কমিটির দাবিতে আন্দোলনকারী ১২ ছাত্রদল নেতাকে বহিষ্কার

ছাত্রদলবয়সসীমা না করে ধারাবাহিক কমিটি গঠনের দাবিতে আন্দোলনকারী ছাত্রদলের ১২ নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২২ জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রদল নেতাদের বহিষ্কারের কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল বলেন, ‘দলীয় শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী ছাত্রদলের ১২ জন নেতাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

বহিষ্কৃতরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সাধারণ সম্পাদক বাশার সিদ্দিকী, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি জহির উদ্দিন তুহিন, সদ্য বিলুপ্ত ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, ইকতিয়ার কবির, জয়দেব জয়, মামুন বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বায়েজিদ আরেফিন, দবির উদ্দিন তুষার, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত, আব্দুল মালেক, সদস্য আজীম পাটোয়ারী।

প্রসঙ্গত, গত ১১ জুন থেকে বয়সসীমা না করে ধারাবাহিক কমিটি গঠনের দাবিতে আন্দোলন করে আসছে সদ্য বিলুপ্ত ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির বড় একটি অংশ। ২২ জুন দুপুরে আন্দোলনকারীরা তাদের দাবি মেনে নিতে রবিবার পর্যন্ত সময় বেঁধে দেয় বিএনপিকে। না হলে তারা দাবি আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এদিকে ছাত্রদলের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইকতিয়ার কবির। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছিলেন এজমল হোসেন পাইলট, আসাদুজ্জামান আসাদ।