নাসিমকে ‘গাদ্দার’ বললেন দুদু



ড. কামাল হোসেনকে নিয়ে ১৪ দলীয় জোটের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের করা মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘ড. কামাল আওয়ামী লীগ করার কারণে যদি অবিশ্বস্ত হয়ে থাকেন তাহলে আপনি (নাসিম) তো প্রথম শ্রেণির গাদ্দার।’

বুধবার (২৬ জুন) দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে জিয়া আদর্শ একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম গতকাল মঙ্গলবার (২৫ জুন) জাতীয় সংসদে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন।
নাসিমের এ মন্তব্যের জবাবে শামসুজ্জামান দুদু বলেন, ‘ড. কামাল আওয়ামী লীগ করার কারণে যদি অবিশ্বস্ত হয়ে থাকেন তাহলে আপনি তো প্রথম শ্রেণির গাদ্দার। গাদ্দারদের ফ্যাক্টরি তো তাহলে আওয়ামী লীগ। তাহলে আওয়ামী লীগ গণতন্ত্রের সঙ্গে গাদ্দারি করেছে। স্বাধীনতা যুদ্ধের যে সংগ্রাম তার সঙ্গে গাদ্দারি করেছে। এটা কি আপনি বুঝতে পেরেছেন? কী কথা বলেছেন জাতির সামনে?’
তিনি বলেন, “ড. কামাল না, বিএনপি না, ২০ দল না, দেশবাসী প্রধানমন্ত্রীর কথা বিশ্বাস করেছিলেন। একটি ভালো নির্বাচন হবে। তিনি বলেছিলেন, ‘নির্বাচনের মধ্যে আর কাউকে গ্রেফতার করা হবে না।’ সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে। কিন্তু তিনি তার কথা রাখেননি। আওয়ামী লীগ কখনও কথা রাখে না।
দেশে শেখ পরিবার ছাড়া কেউ নিরাপদ নয় দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘সময় ঘনিয়ে আসছে স্বৈরাচারের পতন ঘটানোর।’

আরও পড়ুন: নির্বাচনে ড. কামাল আ.লীগের পক্ষে কাজ করেছেন: নাসিম