রিফাতের খুনিদের পক্ষে আইনজীবীদের না দাঁড়াতে নাসিমের আহ্বান

মোহাম্মদ নাসিমরিফাতের খুনিদের পক্ষে আদালতে কোনও আইনজীবীকে না দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। পাশাপাশি খুনিদের প্রশ্রয়দাতাদেরও গ্রেফতারের আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৮ জুন) রাজধানীর শিল্পকলা অ্যাকাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান মোহাম্মদ নাসিম। শহীদ জননী জাহানারা ইমামের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

আইনজীবীদের উদ্দেশে নাসিম বলেন, ‘বেশি টাকা নিয়ে আপনারা এই সন্ত্রাসীদের পক্ষে দাঁড়াবেন না। আপনারা বিবেক দিয়ে বিষয়টি বিবেচনা করবেন। শুধু টাকার জন্য খুনিদের পক্ষ কেন নেবেন। সন্ত্রাসীদের আইনি সহায়তা দেবেন না। তাদের পক্ষে দাঁড়াবেন না।’

১৪ দলর মুখপাত্র বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বজিৎ ও নুসরাত হত্যাকাণ্ডের বিচার করেছেন। তিনি এরইমধ্যে রিফাতের খুনিদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। আমি অনুরোধ করবো, কোনও আইনজীবী সন্ত্রাসীদের আইনি সহায়তা দেবেন না। তাদের পক্ষে দাঁড়াবেন না।’

বরগুনায় রিফাতের হত্যাকারীদের রাজনৈতিক ও প্রশাসনিক আশ্রয়দাতাদের গ্রেফতারের আহ্বান জানিয়ে নাসিম বলেন, ‘এই খুনিদের যারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, তাদেরও গ্রেফতার করতে হবে। কারণ, আশ্রয় না দিলে তারা এতবড় দুঃসাহস দেখাতে পারতো না। একজন যুবককে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করার মতো সাহস তারা দেখায় কীভাবে?’
শহীদ জননী জাহানারা ইমাম ক্যানসার নিয়েও ঘাতকদের বিচারের দাবিতে আন্দোলন করেছেন বলে অনুষ্ঠানে উল্লেখ করেন আওয়ামী লীগ নেতা। তিনি বলেন, ‘শহীদ জননী শেষ পর্যন্ত রাষ্ট্রদ্রোহী মামলা নিয়ে মৃত্যুবরণ করেছেন। এই মামলা হয়েছিল বিএনপির আমলে। এজন্য খালেদা জিয়ার বিচার হওয়া উচিত।’

সংগঠনের নেত্রী দিনাত জাহান মুন্নির সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায়, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।