এরশাদের মৃত্যুতে ওয়ার্কার্স পার্টি ও জাকের পার্টির শোক

 

 

হুসেইন মুহম্মদ এরশাদ, রাশেদ খান মেনন ও মোস্তাফা আমীর ফয়সল

সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে ওয়ার্কার্স পার্টি ও জাকের পার্টি। রবিবার বিকালে দল  ‍দুটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়েছে।

ওয়ার্কার্স পার্টির শোক

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি এক বিবৃতিতে বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জেনারেল (অব.) হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুতে শোক প্রকাশ করেন ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান।

জাকের পার্টির শোক

জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি সাবেক রাষ্ট্রপতির রূহের মাগফিরাত কামনা করেন। শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং দলীয় নেতা কর্মী ও সমর্থকদের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানান। শোক বাণীতে জাকের পার্টি চেয়ারম্যান বলেন, তার মতো একজন জাতীয় নেতার অভাব অবশ্যই জাতীয় রাজনীতিতে অনুভূত হবে। প্রশাসন বিকেন্দ্রীকরণ উদ্যোগ, অবকাঠামো ও পল্লীর উন্নয়ন তথা দেশ ও জাতির উন্নয়ন  এবং অগ্রগতিতে এরশাদের অবদান জনগণ স্মরণে রাখবে।

প্রসঙ্গত, রাজধানীর ক্যান্টনমেন্টের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৪ জুলাই) সকাল ৭টা ৪৫ মিনিটে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৯ বছর। প্রায় আট মাস ধরে অসুস্থ ছিলেন এরশাদ। গত ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন। নির্বাচনে তিনি প্রার্থী হলেও কোনও প্রচারণায় অংশ নিতে পারেননি। এরপরেও রংপুর-৩ আসন থেকে তিনি জয়ী হন। একাদশ সংসদে বিরোধীদলীয় নেতা ছিলেন এরশাদ।