বন্যাকবলিতদের সহযোগিতা করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান ওবায়দুল কাদেরের

নিরাপদ আশ্রয়ের খোঁজে কুড়িগ্রামের বন্যাকবলিত মানুষদেশের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতা ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রবিবার (১৪ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যাকবলিত মানুষের জানমাল রক্ষায় সহযোগিতা এবং ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে বন্যাকবলিত এলাকায় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে প্রশাসন। প্রশাসনের পাশাপাশি বন্যাকবলিত এলাকায় মানুষের পাশে থাকবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
দলের কেন্দ্রীয় কমিটির নেতারা বন্যাকবলিত মানুষের সহযোগিতা ও বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে দেশের বিভিন্ন এলাকা সফর করবেন। ইতোমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি ত্রাণ বিতরণের জন্য সার্বিক প্রস্তুতি নিয়েছে।