ডেঙ্গু নিয়ে সরকারের লেজেগোবরে অবস্থা: রিজভী





রুহুল কবির রিজভীডেঙ্গু নিয়ে সরকারের লেজেগোবরে অবস্থা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘স্থানীয় সরকারমন্ত্রী মশার ওষুধের কার্যকারিতা নিয়ে সাফাই গেয়েছেন। মনে হয় ডেঙ্গুর মতো মহামারীতে দেশের মানুষের মৃত্যু তাদের কাছে খেলা। ন্যূনতম লজ্জা থাকলে এই ব্যর্থতার জন্য সংশ্লিষ্ট মন্ত্রী ও মেয়র পদত্যাগ করতেন।’


শনিবার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘ডেঙ্গু জ্বরের প্রকোপ ধামাচাপা দিতে সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এরই মধ্যে সাড়ে তিন লাখ ছাড়িয়ে গেছে। অথচ স্বাস্থ্য অধিদফতর বলছে, সারাদেশে কমপক্ষে ৯ হাজার ৬৫৭ জন মানুষ এ রোগে অসুস্থ হয়েছেন।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের হিসাবে শুক্রবার (২৬ জুলাই) ২৪ ঘণ্টায় ৩৯০ জন রোগী ডেঙ্গু জ্বর নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ রোগে এ পর্যন্ত অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। অথচ স্বাস্থ্য অধিদফতর বলছে, এ রোগে মাত্র আট জন মারা গেছেন।’
খালেদা জিয়া হুইলচেয়ার ছাড়া চলাফেরা করতে পারছেন না দাবি করে বিএনপির সিনিয়র এই নেতা বলেন, ‘ইনসুলিন নেওয়ার পরও তার “ব্লাড সুগার” নামছে না। ডায়াবেটিস কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। এটা অব্যাহত থাকলে যেকোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।’
রিজভী আরও বলেন, ‘অবিলম্বে নয়, আজই খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তার সুচিকিৎসার সুযোগ দিন। প্রতিদিন তার শারীরিক অবস্থার অবনতি ঘটছে। এ অবস্থায় কোনও ধরনের অঘটন ঘটলে তার জন্য সরকারই সম্পূর্ণ দায়ী থাকবে।’