আদালতে বিচার হলে আইনজীবীদের রাস্তায় নামতে হতো না: সেলিমা রহমান


বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, ‘আদালতে যদি সঠিকভাবে বিচার করা হতো, তাহলে আইনজীবীদের রাস্তায় নামতে হতো না। আজকে আদালত স্বাধীন নয় এবং সেখানে সঠিক বিচার হয় না বলেই আইনজীবীরা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।’
শনিবার (২৭ জুলাই) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আইনজীবীদের আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
সেলিমা রহমান বলেন, ‘ন্যায়বিচারের জন্য আদালত ছেড়ে যখন আইনজীবীদের রাস্তায় নেমে আসতে হয়, তখন একটা স্বাধীন রাষ্ট্রের জন্য এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘খালেদা জিয়াকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। তাকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে এ দেশকে লুটপাটের রাজ্যে পরিণত করছে এই ভোটারবিহীন অবৈধ সরকার।’
এই সরকারের বিরুদ্ধে সবাইকে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই জালেম সরকারকে ক্ষমতা থেকে টেনেহিঁচড়ে নামাতে হবে।’
বিএনপির এই নেত্রী অভিযোগ করে বলেন, ‘বর্তমানে দেশে হত্যা, শিশু ধর্ষণ, দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে। ডেঙ্গু মহামারীকে গুজব বলে উড়িয়ে দিচ্ছে সরকার।’
মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, বিএনপিপন্থী সাংবাদিক নেতা শওকত মাহমুদ খান, বিএনপি নেতা ইকবাল হোসেন মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।