ডেঙ্গু এমন শক্তিশালী কিছু নয় যে মোকাবিলা করতে পারবো না: কাদের

পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন ওবায়দুল কাদেরআওয়ামী লীগ ঘোষিত তিন দিনব্যাপী সারাদেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি উদ্বোধন করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এডিস মশা এমন শক্তিশালী কিছু নয় যে আমরা ডেঙ্গু মোকাবিলা করতে পারবো না।

বুধবার (৩১ জুলাই) আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের পাশে ধানমন্ডি লেকে পরিচ্ছন্নতা কর্মসূচির শুরুতে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘এডিস মশা এমন শক্তিশালী কিছু নয় যে, আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারবো না, বিজয়ী হতে পারবো না। আমরা ইনশাআল্লাহ বিজয়ী হবো। এ কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন না করে আসুন আমরা একযোগে কাজ করি। অ্যাকশন প্রোগ্রাম একটি কঠিন চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবিলায় সবারই দায়িত্ব আছে। আসুন, আমরা একযোগে এ কর্মসূচি সফল করে তুলি।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ ভয়ঙ্কর ডেঙ্গু মশার বিস্তার রোধকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। হাসিনার নির্দেশ—পরিচ্ছন্ন ডেঙ্গুমুক্ত বাংলাদেশ। আমরা সেটি সফল করার জন্য কাজ করছি। আমরা ভাষণে বিশ্বাস করি না। সারা বাংলাদেশের সব সিটি করপোরেশন, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে তিন দিনব্যাপী এ কর্মসূচি চলবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘বৃষ্টিমুখর পরিবেশের মধ্যেও আমাদের দলের সব নেতারা এখানে সমবেত হয়েছেন। আমরা মশক নিধন কর্মসূচি পালন করছি। আমাদের নেতাকর্মীরা ঢাকা সিটির প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এ কর্মসূচির মূল প্রতিপাদ্য সচেতনতামূলক।’

এ সময় জনগণের প্রতি আহ্বান জানিয়ে কাদের বলেন, ‘আপনারা আপনাদের বাসস্থান ও আশপাশের জায়গা পরিষ্কার করুন। ডেঙ্গু মশা যেসব জায়গায় বিস্তার লাভ করতে পারে, সেসব জায়গা টার্গেট করে আমাদের এগিয়ে যেতে হবে। পরিচ্ছন্নতা অভিযান শুধু এই নগরীতেই নয়, সারা বাংলাদেশে আমরা পরিচালনা করবো। দেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা অ্যাকশন প্রোগ্রামে থাকবো।’

এ সময় চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা চিকিৎসকদের আহ্বান জানাচ্ছি, এটার জন্যে নামমাত্র ১০০ টাকা নিয়ে আপনারা চিকিৎসা করবেন। অনেক মানুষের পক্ষে ৫০০ টাকা, ১০০০ টাকা দিয়ে এ রোগের জন্য রক্ত পরীক্ষা করা সম্ভব নয়। তাই আমি ডাক্তারদের আহ্বান জানাবো, মানবতার স্বার্থে নামমাত্র পয়সায়, কিংবা বিনা পয়সায় চিকিৎসা সেবা দিন। সারা বাংলাদেশের ‘সাচিব’ রক্ত পরীক্ষার বিষয়টি বিনা পয়সায় করবে, বিএমএ-ও এই কাজটি করবে। এটা মানবতার স্বার্থে কাজ। সবাই মিলে আমরা ডেঙ্গু প্রতিরোধ করবো।’

কর্মসূচি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এনামুল হক শামীম, বাহাউদ্দিন নাসিম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, তথ্য গবেষণা সম্পাদক আফজাল হোসেন,কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি। উদ্বোধন শেষে ধোঁয়া দিয়ে পরিচ্ছন্ন কর্মসূচি শুরু হয়।