‘খালেদার প্যারোলে মুক্তির সংবাদ সাংবাদিকদের সৃজনশীলতা’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্যারোলে মুক্তি নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সৌদি আরব যাওয়ার খবরকে সাংবাদিকদের সৃজনশীলতা বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৩ আগস্ট) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এর আগে, দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে বৈঠকের সভাপতিত্ব করেন তারেক রহমান।

বৈঠকের পর, খালেদা জিয়ার প্যারোলে মুক্তি ও সৌদি আরব যাওয়ার ব্যাপারে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি এ সম্পর্কে কিছুই বলতে পারবো না, এই সম্পর্কে আমি কিছুই জানি না। আসলে প্যারোলের ব্যাপারে আমরা এখন পর্যন্ত কোনও উদ্যোগ গ্রহণ করিনি, কোথাও কোনও চিঠিও দেইনি, আমরা কোথাও কোনো কথাও বলিনি।’

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘সুতরাং এটার প্রশ্নই উঠতে পারে না আমাদের দিক থেকে, এটাই আওয়ার পার্টি পয়েন্ট অব ভিউ। এটা সম্ভবত, ওই যে সৃজনশীলতা আপনাদের সাংবাদিকদের, সেখান থেকে বোধহয় এসেছে আর কী।’

ঈদের পর খালেদা জিয়ার মুক্তি আন্দোলন আরও বেগবান করতে বিভাগীয় সমাবেশগুলো দ্রুত শুরু করা হবে বলেও জানিয়েছেন মির্জা ফখরুল।