ভারতের বিমানবন্দরের জন্য বাংলাদেশের ভূমি চাওয়া নিয়ে খেলাফত মজলিসের উদ্বেগ

খেলাফত মজলিসভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা বিমানবন্দর সম্প্রসারণে বাংলাদেশের জমি ব্যবহার করতে চাওয়ার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে খেলাফত মজলিস। শনিবার (৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে সংগঠনটি এ উদ্বেগ প্রকাশ করেছে।

বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ভারতের বিমানবন্দর সম্প্রসারণের জন্য বাংলাদেশের ভূমি প্রদান কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

বিবৃতিতে আরও দাবি করা হয়, ‘বিভিন্ন গণমাধ্যমের খবরে প্রকাশ, আগরতলা বিমানবন্দর সম্প্রসারণে ভারতের আগ্রহের ব্যাপারে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা নরম সুর প্রকাশ করেছেন। কেউ কেউ ইতিবাচক মনোভাব দেখিয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশের ভূমি অন্য কোনও রাষ্ট্রকে ব্যবহার করতে দেওয়ার প্রশ্নই ওঠে না। জনগণ কোনোভাবেই বাংলাদেশের জমি ভারতের হাতে তুলে দিতে দেবে না।’

দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হয় এমন কোনও পদক্ষেপ কোনোভাবেই বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়ে বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে সরকার দলীয় স্বার্থে ভারতকে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়া হয়েছে। এ সুবিধা দেওয়ার ফলে এখন ভারত তাদের বিমানবন্দরের জন্য বাংলাদেশের ভূমি ব্যবহারের প্রচেষ্টা শুরু করেছে। এ ধরনের অপতৎপরতা অবিলম্বে বন্ধ করতে হবে।’

আরও পড়ুন— আগরতলা বিমানবন্দর সম্প্রসারণে বাংলাদেশের কাছে জমি চায় ভারত