আগুনের ঘটনা সুষ্ঠু তদন্তের দাবি মির্জা ফখরুলের

আগুনে পোড়া বস্তি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মির্জা ফখরুল

মিরপুরে চলন্তিকা বস্তিতে আগুনের ঘটনায় সরকারের কাছে সুষ্ঠু তদন্ত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৭ আগস্ট) আগুনে পোড়া বস্তি পরিদর্শন শেষে চলন্তিকা মোড়ে সাংবাদিকদের সঙ্গে  আলাপকালে তিনি এ দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, ‘আমি গত কালকের (শুক্রবারের) এই অগ্নিকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি। তদন্ত করে জানানো দরকার কীভাবে আগুন লেগেছে।’

তিনি বলেন, ‘আমরা অতীতেও দেখেছি, এই মিরপুরেই কালশীতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, সেখানে মানুষ মারা গেছে। গত কালকের এই অগ্নিকাণ্ডে এখানে ৩০ হাজারের কম মানুষ নয় এবং তিন হাজার ঘর ধ্বংসে পরিণত হয়েছে। নিম্ন আয়ের মানুষের জন্য এটাই সত্যিকার অর্থে মর্মান্তিক। যারা দায়িত্বে আছেন, তারা এবিষয়ে তদন্ত করবেন। একইসঙ্গে আমি সরকারের কাছে এই ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানাচ্ছি।’