বস্তির ক্ষতিগ্রস্ত মানুষকে সরকারি উদ্যোগেই পুনর্বাসন করতে হবে: জিএম কাদের

ত্রাণ বিতরণ করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরমিরপুরের চলন্তিকা বস্তিতে সর্বস্ব হারানো হতদরিদ্র মানুষকে সরকারি উদ্যোগেই পুনর্বাসন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, ‘হতদরিদ্র এই মানুষদের ভোটেই সরকার নির্বাচিত হয়। অগ্নিকাণ্ডে সর্বহারা এই মানুষগুলোই আমাদের মূল শক্তি।’

মিরপুরে চলন্তিকা বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে মঙ্গলবার (২০ আগস্ট) তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘সাধারণ মানুষের করের টাকায় রাষ্ট্রীয় বাজেট তৈরি হয়। বাজেটে দুস্থ ও হতদরিদ্র মানুষের কল্যাণে বরাদ্দ থাকে। সরকারের অনেক সুবিধা থাকে—যা নিঃস্ব মানুষের কল্যাণে কাজে আসে। কিন্তু আমরা নেতাকর্মীদের দেওয়া সহায়তা (ত্রাণ) নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি। আমরা সাধ্যমতো সহায়তা নিয়ে দুস্থ মানুষের পাশে সব সময় থাকবো।’

তিনি বলেন, ‘সংসদেও আমরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে কথা বলবো।’

জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চলন্তিকা বস্তির জমি সরকারি খাস জায়গা। এই জমি কারও দখলে থাকতে পারে না। এই জমিতে যারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই হতদরিদ্র মানুষদের তালিকা করে পুনর্বাসন করতে হবে।’ 

এ সময় উপস্থিত ছিলেন—জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আমানত হোসেন, মোস্তাকুর রহমান মোস্তাক, যুগ্ম মহাসচিব সুলতান মাহমুদ সেলিম, যুগ্ম দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান প্রমুখ।