জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় কমিটি অনুমোদন

জাতীয় পার্টিজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপিকে সভানেত্রী এবং প্রেসিডিয়াম সদস্য নাজমা আকতার এমপিকে সাধারণ সম্পাদক করে ২৪১ সদস্যবিশিষ্ট জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের রবিবার (২৫ আগস্ট) এক সাংগঠনিক আদেশে দলীয় গঠনতন্ত্রের ক্ষমতাবলে এ অনুমোদন দেন। পার্টির মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গাঁ এমপি কমিটি গঠনের সুপারিশ করেন। দলের যুগ্ম-দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান রবিবার সন্ধ্যায় এ তথ্য জানান।
কমিটিতে রয়েছেন সিনিয়র সহ-সভানেত্রী পদে রওশন আরা মান্নান এমপি, সহ-সভানেত্রী রিতু নূর, ডা. সেলিমা খাঁন, মাহমুদা রহমান মুন্নী, মনোয়ারা তাহের মানু, আমিনা হাসান, জাহানারা মুকুল, শারমিন পারভীন লিজা, নুরুন নাহার বেগম, শারমীন আক্তার, নিগার সুলতানা রানী, অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, মিনি খাঁন, পারভীন হোসেন, হাসনা হেনা, বিউটি বেগম, জেসমিন নূর বেবী প্রিয়াংকা, শিরিন চৌধুরী, ইয়াসমিন চৌধুরী, তৌফিকুননেছা লাকী, চিনু বেগম, পারুল সুপারি সুফিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জোস্না আক্তার, তাসলিমা আকবর রুনা, লাবনী হাসনা চৌধুরী, মনোয়ারা বেগম ইতি, শামীমা হক, শাহানাজ পারভীন, মনোয়ার-ই-খোদা চৌধুরী মন্টি, লায়লা নূর, সায়মা শাহনাজ পিংকি, সুলতানা রহমান, সাদিয়া ইসলাম সিমি, নারগিস কামাল, সাংগঠনিক সম্পাদক পদে জোসনা আক্তার (ঢাকা), তাজলিনা আক্তার মনি (চট্টগ্রাম), মনিকা আলম (খুলনা), মাহবুবা বেগম (রাজশাহী), মরিয়ম বেগম (বরিশাল), নাহিদা আক্তার (সিলেট), কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট আলীয়া খাঁন প্রিয়াংকা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোমেনা বেগম, দফতর সম্পাদিকা পদে তাসলিমা আকবর রুনা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত)।
কমিটির অন্য নেতাদের নাম ও পদবী পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানান এম এ রাজ্জাক।