রাখাইনের মতো আসামে করুণ পরিণতি দেখতে চায় না জমিয়ত





জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশজমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমী বলেছেন, ‘রাখাইনে রোহিঙ্গাদের মতো আসামে আরেকটি গণহত্যার করুণ পরিণতি আমরা দেখতে চাই না।’
শনিবার (১৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
নূর হোসাইন কাসেমী বলেন, ‘গোটা ঘটনাপ্রবাহ ষড়যন্ত্রমূলক ও চরম অমানবিকই শুধু নয়, বরং বাংলাদেশের সার্বভৌমত্বের ওপরও মারাত্মক হুমকি তৈরি করেছে।’
আসামে কোনও অবৈধ বাংলাদেশি নেই দাবি করে তিনি বলেন, যে ১৯ লাখ মানুষের ভারতীয় নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে, তারা পূর্বপুরুষ থেকেই ভারতে বসবাস করে আসছে। তাদের ‘বাংলাদেশি’ বলে বহিষ্কারের উদ্যোগ মুসলিম ও বাংলাদেশবিরোধী গভীর ষড়যন্ত্রের অংশ বলে তিনি দাবি করেন।