জুলাই হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিত ও নাগরিক হয়রানি বন্ধের দাবি জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি।
সোমবার (১৯ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি অভিযোগ করে যে অন্তর্বর্তী সরকারের গত ৯ মাসে জুলাই হত্যাকাণ্ডের তদন্তে প্রয়োজনীয় অগ্রগতি হয়নি। চিহ্নিত রাঘববোয়ালরা এখনও আইনের আওতার বাইরে। অনেককে বিদেশে চলে যেতে দেওয়া হয়েছে। এ দীর্ঘসূত্রতা ও রহস্যজনক ভূমিকা জনমনে গভীর হতাশা সৃষ্টি হয়েছে এবং বিচার প্রক্রিয়ায় আস্থা নষ্ট করছে।
চিহ্নিত অপরাধীদের দেশ ছাড়তে দিয়ে বিপরীতে হত্যার মিথ্যা গণমামলায় অসংখ্য মানুষকে জড়ানো হচ্ছে যাদের মধ্যে লেখক, শিল্পী, সাংবাদিক, আইনজীবীরাও রয়েছেন। আজগুবি ও মিথ্যা মামলায় অভিনয় শিল্পী ইরেশ যাকের, নুসরাত ফারিয়া ও সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসানসহ অনেককে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও রাজনৈতিক নেত্রী লাকী আকতারসহ আরও অনেককে হাস্যকর মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এসব হয়রানি নৃশংস জুলাই হত্যাকাণ্ডের বিচারে জনদাবির সাথে চরম প্রতারণা।
আমরা মনে করি, প্রকৃত অপরাধীদের আড়াল করতে এসব মামলা, হামলা, গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে।
এ ধরনের কর্মকাণ্ড শুধু ন্যায়বিচারকে বাধাগ্রস্ত করে না, দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসনের প্রতিও চরম অবমাননা।
এই পরিপ্রেক্ষিতে গণতান্ত্রিক অধিকার কমিটি নিম্নলিখিত দাবি জানাচ্ছে-
অবিলম্বে জুলাই হত্যাকাণ্ডের তদন্ত সম্পন্ন করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে হবে; লেখক, শিল্পী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, আইনজীবী, নির্মাতা ও রাজনৈতিক কর্মীসহ হয়রানির শিকার ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে; জুলাই হত্যাকাণ্ডের তদন্তে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ এবং বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখতে হবে।