পাবনার সেই ওসির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি খেলাফত মজলিসের





খেলাফত মজলিসপাবনা সদরের ওসি ওবাইদুল হকের মধ্যস্থতায় অভিযুক্ত ধর্ষকের সঙ্গে নির্যাতিত নারীর বিয়ের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। এ ঘটনায় ওসিসহ জড়িতেদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন দলটির আমির মাওলানা মোহাম্মদ ইসহাক।
শনিবার (১৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
সম্প্রতি পাবনা সদরে তিন সন্তানের এক মাকে অপহরণের পর গণধর্ষণের ঘটনায় মামলা নেওয়া হয়নি। উল্টো ওসি ধর্ষকদের একজনের সঙ্গে নির্যাতিত নারীর বিয়ে দেন বলে অভিযোগ উঠেছে।
বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে ওসির এ ভূমিকা ধর্ষকদের আরও প্ররোচিত করবে। যারা জনগণের জানমাল-ইজ্জতের রক্ষকদের বেআইনি কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা যায় না বলে বিবৃতিতে বলা হয়েছে।

আরও পড়ুন: ধর্ষকের সঙ্গে থানায় বিয়ে: ওসি প্রত্যাহার, এসআই সাময়িক বরখাস্ত