জাপায় বিভাগীয় সমন্বয়কারী টিম গঠন



জাতীয় পার্টিজাতীয় পার্টির সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান ও গতিশীল করার লক্ষ্যে ৮টি বিভাগীয় সমন্বয়কারী টিম গঠন করা হয়েছে। এসব কমিটি বিভাগগুলোর সাংগঠনিক টিমের নেতাদের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে সাংগঠনিক কর্মকাণ্ডের মূল্যায়ন ও অগ্রগতি পর্যালোচনা করে ধারাবাহিক প্রতিবেদন দেবে।
জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান এসব তথ্য জানান।
তিনি জানান, ঢাকা, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়কারী টিমগুলো পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের কাছে প্রতিবেদন জমা দেবে। এসব কমিটির সঙ্গে সার্বক্ষণিক সমন্বয়, কর্মকাণ্ডের অগ্রগতি, পর্যালোচনা ও মূল্যায়নের জন্য ১১ সদস্যের একটি কমিটিরও অনুমোদন দেওয়া হয়েছে। প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে আহ্বায়ক এবং মো. আবুল কাশেমকে এই কমিটির সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন প্রেসিডিয়াম সদস্য মো. হাফিজ উদ্দিন, হাজী সাইফউদ্দিন আহমেদ মিলন, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল রাজু, আহসান আদেলুর রহমান আদেল, সাংগঠনিক সম্পাদক মো. শাহ-ই আজম, মোবারক হোসেন আজাদ, অ্যাড. আব্দুল হামিদ খান ভাষানী ও দফতর সম্পাদক সুলতান মাহমুদ।
এছাড়া দলকে শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে ঢাকা বিভাগীয় সাংগঠনিক কমিটিতে প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিমের আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা ৪ জনকে কো-আপ্ট করেছেন।