যাকে গ্রেফতার করা হবে, তাকেই বহিষ্কার: যুবলীগ চেয়ারম্যান

ওমর ফারুক চৌধুরী (ফাইল ছবি)টেন্ডারবাজিসহ বিভিন্ন অনৈতিকে জড়িতদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যাকটিভ বলে মন্তব্য করেছেন সংগঠন চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। তিনি বলেন, ‘ক্যাসিনো চালানোর অভিযোগে যাকে ধরা হবে, তাকেই সংগঠন থেকে বহিষ্কার করা হবে। আর তিনি যত প্রভাবশালীই হোন না কেন, অপরাধ করলে শেখ হাসিনা সরকারের আইনশৃঙ্খলা বাহিনী কাউকে ছাড়বে না।’ শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর উত্তরা-আজমপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে যুবলীগের ঢাকা মহানগর উত্তর শাখার কয়েকটি ওয়ার্ড কমিটির ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জি কে শামীম প্রসঙ্গে ওমর ফারুক চৌধুরী বলেন, ‘জি কে শামীম কোনও কালে, কোনও সময়ে, কোনও দিন যুবলীগের কেউ ছিলেন না।’

সব গণমাধ্যম এখন ক্যাসিনোর খবরে ভরা মন্তব্য করে ওমর ফারুক চৌধুরী বলেন, ‘এই ক্যাসিনোর মালিকেরা না কি আমরা? এই ইনফরমেশন যদি আমরা আগে পেতাম, তাহলে ব্যবস্থা নিতে পারতাম।’

ওমর ফারুক চৌধুরী বলেন, ‘এইটা শেখ হাসিনা সরকারের আইনশৃঙ্খলা বাহিনী। এটা বাবর আলীর মন্ত্রণালয় না, এটা খালেদা জিয়ার মন্ত্রণালয় না।’ যুবলীগ করে মাতবরি করার দিন শেষ বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।