কঠিন আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে: নোমান





মানববন্ধন ও ছোটখাটো আন্দোলনে এই সরকারের পতন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, জনগণকে একত্রিত করে কঠিন আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য করতে হবে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে দায়ের মামলার প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
দুদুর বিরুদ্ধে দায়ের মামলার প্রতিবাদ জানিয়ে আবদুল্লাহ আল নোমান বলেন, ‘মিথ্যা মামলা দিয়ে তার যে গণতান্ত্রিক অধিকার তা ক্ষুণ্ন করা হয়েছে। এই মিথ্যা মামলার প্রতিবাদ জানাই এবং সঙ্গে সঙ্গে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই।’
আওয়ামী লীগ সরকারের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘এই সরকার হচ্ছে একটি অমানবিক সরকার। এই সরকার জনগণের ভালো চায় না, এই সরকার জনগণের বিরুদ্ধে। তাই আমরা চাই, দেশে জাতীয় ঐক্য গঠন করে ’৭১ সালে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলাম, সেভাবে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতন করতে হবে। কারণ, জাতি এই সরকারের পতন চায়।’
মানববন্ধনে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’-এর সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।