নারায়ণগঞ্জ হত্যাকাণ্ডে জড়িতদের বাঁচানোর চেষ্টা করছে সরকার: ফখরুল

 

সরকার নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনার জড়িতদের বাঁচানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে দেশ মাতৃক পরিষদ আয়োজিত ‘সন্ত্রাস, গুম, হত্যা: বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ফখরুল বলেন, নারায়ণগঞ্জ হত্যাকাণ্ডের সঙ্গে যারা সরাসরি জড়িত সরকার তাদের বাঁচানোর জন্য প্রাণপন চেষ্টা করছে।

র‌্যাব প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ র‌্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। র‌্যাব আজকে সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয়েছে।

বিএনপি গত নির্বাচনে অংশ নিলে আওয়ামী লীগ নেই নির্বাচন ভণ্ডুল করে দিত বলেও মন্তব্য করেন তিনি।

সাবেক এই মন্ত্রী আরো বলেন, জনগণ ফ্যাসিবাদকে পরাজিত করে সব সময় সফল হয়েছে, ভবিষ্যতেও সফল হবে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "তারা ক্ষমতায় থাকলে দেশের রাষ্ট্রায়ত প্রতিষ্ঠানগুলোকে লুটপাট করে, ধ্বংস করে ফেলে। সে জন্যই ভাসানী এক সময় বলেছিলেন, আওয়ামী লীগের নামটা পরিবর্তন করে বঙ্গদেশ লুটপাট সমিতি রাখা উচিত।"

সংগঠনের সভাপতি আলহাজ্ব এম এ তাহেরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হীরা, সাবেক সংসদ সদস্য এ জি ভূইয়া, ক্রেন্দ্রীয় নেতা জে ইউ খান মিলন, অধ্যাপক পিয়াস করিম প্রমুখ।