‘খালেদা জিয়ার মৃত্যু জেলখানায় হলে তার ওজন বহনের ক্ষমতা সরকারের নেই’





বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু জেলখানায় হলে তার ওজন বহন করার ক্ষমতা আওয়ামী লীগ সরকারের নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শনিবার (৫ অক্টোবর) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। জিয়া শিশুকিশোর মেলা কেন্দ্রীয় সংসদ এর আয়োজন করে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘খালেদা জিয়া আপসহীন নেত্রী। এই উপাধি খারিজ করতে গিয়ে ধরা খেয়েছে সরকার। তিনি কোনও ধরনের আপস বা সরকারের সঙ্গে সমঝোতা বা প্যারোলে মুক্তি নেবেন না।’
গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থেকে ভবিষ্যতেও তারা আন্দোলন চালিয়ে যাবেন উল্লেখ করে তিনি বলেন, আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়া মুক্তি লাভ করবেন।
বিএনপির এই নেতা বলেন, ‘প্রতিদিন কত মামলার রায় হয়, কিন্তু খালেদা জিয়ার মামলার রায় হয় না। আদালত বিব্রতবোধ করেন। আজ যারা ক্ষমতার অপব্যবহার করছেন, তারা একদিন এর পরিণতি ভোগ করবেন।’
সরকারের চলমান দুর্নীতিবিরোধী অভিযান প্রসঙ্গে গয়েশ্বর বলেন, ছোটখাটো দুই-একটা টোকাই ধরে কিছু সময়ের জন্য চমক সৃষ্টি করা গেলেও প্রকৃত অর্থে দুর্নীতি দমন করা যাবে না।
আয়োজক সংগঠনের আহ্বায়ক জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ জিয়া শিশুকিশোর পরিষদের নেতৃবৃন্দ।