ঝিনাইদহ যুবলীগ কার্যালয়ে আগুন

যুবলীগের ঝিনাইদহ জেলা আহ্বায়ক কমিটি নিয়ে সৃষ্ট দ্বন্দের জের ধরে জেলা যুবলীগ কার্যালয়ে আগুন দিয়েছে দলের পদ বঞ্চিত বিক্ষুদ্ধ নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে শহরের এইচএসএস রোডে দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় তারা। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর আহম্মেদ জানান, খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। যুবলীগের একটি সূত্র জানায়, নয় বছর পর পুরাতন কমিটি বাতিল করে বুধবার যুবলীগ নেতা আশফাক মাহমুদ জনকে আহ্বায়ক ও রাশিদুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ৭১ সদস্য বিশিষ্ট ঝিনাইদহ জেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়। যুবলীগের কেন্দ্রীয় সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ স্বাক্ষরিত এই আহ্বায়ক কমিটি গঠনের খবর শহরে ছড়িয়ে পড়লে যুবলীগের পদ বঞ্চিত নেতাকর্মীরা শিল্পকলা একাডেমি থেকে বিক্ষোভ মিছিল বের করে। একপর্যায়ে তারা দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় পায়রা চত্বর এলাকায় দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঝিনাইদহ জেলা যুবলীগের পুরাতন কমিটির সভাপতি নাসের আলম সিদ্দিকী উজ্জ্বল অভিযোগ করেন, কেন্দ্রীয় নেতারা ৫০ লাখ টাকা নিয়ে নতুন এ আহ্বায়ক কমিটি করেছেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়।