আবরার ফাহাদকে নিয়ে স্মরণসভা করবে ২০ দলীয় জোট

২০ দলীয় জোটের বৈঠকবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের পিটুনিতে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ রাব্বীকে নিয়ে স্মরণসভা করবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। আগামী মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় ঢাকার একটি মিলনায়তনে এই স্মরণসভা হবে। জোটের সমন্বয়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ তথ্য জানিয়েছেন।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে জমিয়ত একাংশের মহাসচিব নুর হোসেন কাশেমীর সভাপতিত্বে জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকেই স্মরণসভার সিদ্ধান্ত হয়। গত রমজানের পর জোটের দু’টি বৈঠকে জামায়াতে ইসলামী অনুপস্থিত থাকলেও আজকের বৈঠকে দলটির নির্বাহী কমিটির সদস্য আবদুল হালিম উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে ৫টি সিদ্ধান্ত গৃহীত হয়। নজরুল ইসলাম খান বলেন, ‘জোটের বৈঠকে প্রধানমন্ত্রীর ভারত সফরকালে তিস্তার পানিসহ বাংলাদেশের স্বার্থে কোনও অর্জন ছাড়াই ফেনী নদীর পানি প্রদান, চট্টগ্রাম ও মংলা বন্দর নির্বিঘ্নে ব্যবহারের অনুমতি, আমদানিকৃত এলপিজি ভারতে রফতানি এবং সমুদ্র উপকূলে যৌথ নজরদারির বিষয়ে যেসব চুক্তি ও সমঝোতা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওই সব দেশ ও দেশের জনগণের স্বার্থবিরোধী চুক্তি ও সমঝোতা বাতিলের দাবি জানানো হয়।’

সভায় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই হত্যার জন্য দায়ী সব অপরাধীর দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দাবি করা হয়।

এছাড়া, সভায় খালেদা জিয়ার মুক্তি, আবরার হত্যাকাণ্ড ও দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে আগামী ১২ ও ১৩ অক্টোবর বিএনপির ডাকা দেশের সব বিভাগ ও জেলা সদরে গণসমাবেশ অনুষ্ঠানের কর্মসূচির প্রতি সমর্থন জানানো হয়।

জোটের আরেক শরিক দল জমিয়ত (একাংশ) নেতা মহিউদ্দিন ইকরাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএনপির সভায় ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ সংহতি জানাবেন।’

নজরুল ইসলাম খান জানান, সভায় ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাবু গয়েশ্বর চন্দ্র রায়, মোস্তফা জামাল হায়দার, মাওলানা আব্দুল হালিম, ড. ফরিদুজ্জামান ফরহাদ, ডা. মোস্তাফিজুর রহমান ইরান, লুতফর রহমান, মাওলানা আব্দুল করিম, অ্যাড. আজহারুল ইসলাম, অ্যাড. জুলফিকার বুলবুল চৌধুরী, ড. মো. নেয়ামুল বশির, সাইফুদ্দিন আহমেদ মনি, সৈয়দ ইহসানুল হুদা, মাওলানা মহিউদ্দিন একরাম, ক্বারি মো. আবু তাহের, মাহমুদ খান, এম এম শাওন সাদেকী ও জোটের সমন্বয়কারী নজরুল ইসলাম খান।