এরশাদের আত্মজীবনী প্রকাশিত হবে অসমীয়া ভাষায়

এরশাদের ‘আমার কর্ম আমার জীবন’ গ্রন্থজাতীয় পার্টির প্রয়াত সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আত্মজীবনী গ্রন্থ ‘আমার কর্ম আমার জীবন’ ভারতের আসামের ভাষায় (অসমীয়া) প্রকাশিত হচ্ছে। রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন দলটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে।

তিনি বলেন, “হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ভাই গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের সম্মতিতে আসামের ড. সৌমেন ভারদীয়ার ও আমার উদ্যোগে গ্রন্থটি প্রকাশ করবে ভারতের আসাম রাজ্যের শিল্প-সাহিত্য গ্রুপ ‘ব্যতিক্রম সাহিত্য’।”

তিনি জানান, আগামী বিজয় দিবসের আগে আসামের গৌহাটিতে গ্রন্থটির মোড়ক উন্মোচন করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

প্রসঙ্গত, ২০১৬ সালে আকাশ প্রকাশনী থেকে এরশাদের জীবনীগ্রন্থ ‘আমার কর্ম আমার জীবন’ বইটি প্রকাশিত হয়।