প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ১৪ দলের গোল টেবিল বৈঠক মঙ্গলবার

১৪ দলীয় জোটপ্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর বিষয়ে আলোচনায় গোল টেবিল বৈঠকের আয়োজন করেছে ১৪ দলীয় জোট। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বৈঠকে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছেন।

প্রসঙ্গত, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ইন্ডিয়া ইকোনমিক সামিটে যোগ দিতে ৩ অক্টোবর চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারত যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ৫ অক্টোবর স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় দিল্লির হায়দরাবাদ হাউজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন তিনি। বৈঠকের পর দুই নেতার উপস্থিতিতে বন্দর ব্যবহার, পানিবণ্টন, শিক্ষা, সংস্কৃতি ও উপকূলীয় নজরদারি সংক্রান্ত বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরালো করতে দিল্লি ও ঢাকার মধ্যে সাতটি চুক্তি ও সমঝোতা স্বারক স্বাক্ষর হয়।

 

আরও পড়ুন:
যে ৭ ইস্যুতে বাংলাদেশ-ভারত চুক্তি ও সমঝোতা