ভোলার ঘটনায় সাম্প্রদায়িক উসকানিতে পা না দিতে আহ্বান

 

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশভোলার ঘটনায় সাম্প্রদায়িক উসকানিতে পা না দিতে দেশের  মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমী। বুধবার (২৩ অক্টোবর)  এক বিবৃতিতে তিনি এ আহ্বান  জানিয়ে বলেন, ‘কারও উসকানিতে হিন্দু সম্প্রদায়ের মন্দির, ঘর-বাড়ি বা অন্য কোনও স্থাপনায় কোনোভাবেই হামলা কিংবা ক্ষয়-ক্ষতি করা যাবে না। এই ধরনের ঘটনা যেন দেশের কোথাও না ঘটে, সেজন্য দেশের আলেম ও  ধর্মপ্রাণ মানুষদেরই সতর্ক থাকতে হবে।’

বিবৃতিতে নূর হোসাইন কাসেমী বলেন, ‘ভোলার বোরহান উদ্দিনে পুলিশের গুলিতে চার জন ধর্মপ্রাণ মুসলমান শহীদ ও অসংখ্য মুসল্লি আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে কাউকে ঘোলা পানিতে মাছ শিকার করতে দেওয়া যাবে না। দেশের বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়- এমন কোনও কাজ করা যাবে না।’

জমিয়ত মহাসচিব বলেন, ‘মহানবীকে (সা.) কটূক্তির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়াসহ অন্যান্য দাবিতে দলমত নির্বিশেষে ধর্মপ্রাণ মানুষ শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করছে। ভোলার সর্বদলীয় তৌহিদি জনতার পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে ৬ দফা দাবি পেশ করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।’

সরকারকে ধর্মপ্রাণ মানুষের বিপক্ষে অবস্থান না নিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত করে ধর্ম অবমাননা বন্ধে স্থায়ী পদক্ষেপ নিতে তিনি আহ্বান জানান।