২৮ অক্টোবর হত্যাকাণ্ডের মামলা সরকার প্রত্যাহার করে নিয়েছে: জামায়াত আমির

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সঙ্গে জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির আমির মকবুল আহমাদ। তিনি বলেন, ‘সেই দিনের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে খুনিদের বিচারের দাবিতে জামায়াতের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু, সরকার সেই মামলা প্রত্যাহার করে বিচারের পথ রুদ্ধ করে দিয়েছে।’

শনিবার (২৬ অক্টোবর) রাতে এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

এই সরকারের কাছে বিচার চেয়ে কোনও লাভ নেই মন্তব্য করেন মকবুল আহমাদ বলেন, ‘এ দেশের শান্তিকামী জনগণই হত্যাকারীদের বিচার করে দেশের জনগণের প্রত্যাশা পূরণ করবে।’ ওই সংঘর্ষে জামায়াতের ছয় জন নেতাকর্মী নিহত হন বলে বিবৃতিতে জানানো হয়।

আগামী ২৮ অক্টোবর নিহতদের স্মরণে তাদের পরিবার-পরিজনদের জন্য দোয়া করতে দলের সব শাখা ও দেশবাসীর প্রতি আহ্বান জানান মকবুল আহমাদ।তবে দিবসটিকে কেন্দ্র করে কোনও কর্মসূচি দেয়নি জামায়াত।