আজহারকে মৃত্যুদণ্ড: দুই দিনের কর্মসূচি জামায়াতের

জামায়াতে ইসলামীজামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। কর্মসূচির মধ্যে রয়েছে ১ নভেম্বর তার মুক্তির দাবিতে দেশব্যাপী দোয়া অনুষ্ঠান এবং ২ নভেম্বর প্রতিবাদ ও বিক্ষোভ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের এম. আলম স্বাক্ষরিত বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
জামায়াতের আমীর মকবুল আহমাদ বিবৃতিতে বলেন, ‘সরকারের সাজানো মামলায় মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করায় আমরা হতবাক ও বিস্মিত।’ আজহারুল এ রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দায়ের করবেন জানিয়ে জামায়াতের আমির বলেন, ‘আদালত ন্যায়বিচার নিশ্চিত করলে তার রিভিউ গৃহীত হবে এবং তিনি বেকসুর খালাস পাবেন।’
উল্লেখ্য, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের মৃত্যুদণ্ডপ্রাপ্ত সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের সাজা বহাল রেখেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুন: আজহারের মৃত্যুদণ্ড আপিলেও বহাল