আজহারের মৃত্যুদণ্ডের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় আপিলেও বহাল রাখার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে দলটি।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে এই বিক্ষোভ মিছিল করে জামায়াত।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম বিক্ষোভ মিছিলে বলেন, ‘সরকার নেতৃত্বশূন্য করে দেশকে করদরাজ্য বানানোর জন্যই বিরাজনীতিকরণ, হত্যা ও জিঘাংসার পথ বেছে নিয়েছে। এরইমধ্যেই দলের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা এবং সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীকে নির্মম ও নিষ্ঠুরভাবে শহীদ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় আজহারুল ইসলামকেও হত্যার আয়োজন চূড়ান্ত করা হয়েছে।’

আজহারুল ইসলাম, নায়েবে আমির মাওলানা আব্দুস সোবহান ও দেলাওয়ার হোসাইন সাঈদীর দণ্ডাদেশ বাতিল করে সবাইকে অবিলম্বে মুক্তি দিতে সরকারের প্রতি জোর দাবি জানান তিনি

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি জেনারেল লস্কর মোহাম্মদ তসলিম, মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য মাওলনা দেলাওয়ার হোসাইন, ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য ডা. ফখরুদ্দীন মানিক, মজলিশে শুরার সদস্য এইচএম আতিকুর রহমান প্রমুখ।