আ.লীগের বন ও পরিবেশ উপ-কমিটিকে ‘ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হিরো’ পুরস্কার

555ক্ষমতাসীন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ- কমিটিকে ‘ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হিরো’ পুরস্কার দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের ঢাকা কার্যালয় উপ-কমিটিকে এ-সংক্রান্ত একটি প্রশংসাপত্র হস্তান্তর করেছে।
শনিবার (২ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত উপ-কমিটির সভায় এই তথ্য জানানো হয়।
পরিবেশ রক্ষায় জাতিসংঘ থেকে বাংলাদেশের কোনও রাজনৈতিক দলের এটাই প্রথম স্বীকৃতি।
সভায় বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য সচিব এবং আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, “আওয়ামী লীগ ‘ইউনাইটেড নেশনস ইনভায়রনমেন্ট প্রোগ্রাম’ (ইউএনইপি) কার্যক্রমে অংশ নিয়ে কিছুদিন আগে এ সম্মান অর্জন করেছে। এ অর্জন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার, এ অর্জন দলের বন ও পরিবেশ উপ-কমিটির সবার৷”
তিনি বলেন, ‘আমরা পরিবেশ ঝুঁকি মোকাবিলায় দেশজুড়ে কাজ করেছি। সারাদেশে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত প্রায় ৪ কোটি মানুষকে পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করার জন্য কাজ করেছি৷’ আগামীতে চলমান এ উদ্যোগ আরও এগিয়ে নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান ড. খন্দকার বজলুর রহমানের সভাপতিত্বে সভায় জানানো হয়েছে, বন ও পরিবেশ উপ-কমিটি আগামী ২৭ ও ২৮ নভেম্বর ঢাকায় একটি পরিবেশ বিষয়ক সম্মেলন আয়োজন করবে। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে ১ কোটি গাছ লাগানো হবে ঘোষণা দেওয়া হয়েছে।