বাবরি মসজিদ ইস্যুতে ‘সরকারি প্রতিবাদ’ চেয়ে হেফাজতের বিক্ষোভ

Pic- Hepazat Somabes- 15-11-2019 (1)ভারতের বাবরি মসজিদ ইস্যুতে দেশটির সর্বোচ্চ আদালতের রায়ের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম। এ সময় সরকারিভাবে এ রায়ের প্রতিবাদ জানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির নেতারা। শুক্রবার (১৫ নভেম্বর) বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এ প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে ঢাকা মহানগর হেফাজতের সভাপতি নূর হোসাইন কাসেমী বলেন, বাবরি মসজিদের জায়গায় বাবরি মসজিদই থাকবে, অন্য কিছু মেনে নেওয়া হবে না। আমরা এই বিতর্কিত ও অন্যায় সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। বাবরি মসজিদের ঐতিহ্য রক্ষায় অযোধ্যা অভিমুখে প্রয়োজনে ১৯৯৩ সালের মতো আবারও লংমার্চ করা হবে।

নূর হোসাইন কাসেমী বলেন, বাংলাদেশ সরকারের উচিত মুসলিম  সংখ্যাগরিষ্ঠ দেশের সরকার হিসেবে ভারতে বাবরি মসজিদ সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করা, সংসদে নিন্দা প্রস্তাব পাস করা। অন্যথায় এই সরকারের ক্ষমতায় থাকার কোনও অধিকার নাই।

বিক্ষোভে অংশ নেন মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা মাহফুজুল হক, ড. আহমদ আব্দুল কাদের, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা আব্দুল লতিফ নেজামী প্রমুখ।