সরকারের কারণে খালেদা জিয়ার জামিন হচ্ছে না: রিজভী

 

রুহুল কবির রিজভীসরকারের কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন হচ্ছে না বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে উপেক্ষা করে চক্রান্তের বদ্ধ চোরাগলিতে হাঁটছে। সরকার ও সরকার-প্রধানের কারণেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন না। তারাই খালেদা জিয়ার মুক্তিতে বাধা প্রদান করছে।’

রিজভীর অভিযোগ— খালেদা জিয়ার মুক্তিতে সরকারের প্রতিহিংসার মনোভাব থাকায় এক নিষ্ঠুর স্কিম অনুযায়ী তারা কাজ করছে। ক্ষমতার মোহে অন্ধ উন্মত্তের মতো আচরণ করছে তারা।

ক্ষমতার সুউচ্চ বলয়ে অবস্থান করে দম্ভে ও গর্বে আত্মস্ফীত শেখ হাসিনা পতনের ভূমি দেখতে পাচ্ছেন না বলেই খালেদা জিয়াকে বন্দি করে রেখেছেন উল্লেখ করে রিজভী বলেন, ‘রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে করায়ত্ত করে কোনও চক্রান্ত সফল হবে না। তাকে নিয়ে সরকারের সব চক্রান্ত প্রতিহত করতে জনগণ ও দল আজ ঐক্যবদ্ধ ও অগ্রগামী। খালেদ জিয়ার জীবন নিয়ে সরকারের গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সচেতন। তাকে এই মুহূর্তে নিঃশর্ত মুক্তি দিতে হবে।