শনিবার (৩০ নভেম্বর) ঢাকা মহানগর আওয়ামী লীগের দুই অংশের কাউন্সিল অধিবেশন থেকে এই কমিটি ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
নতুন নেতাদের মধ্যে বজলুর রহমান ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদ্যবিদায়ী কমিটির সহ-সভাপতি ছিলেন। এসএম মান্নান কচি পালন করেন যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব। অন্যদিকে, আবু আহমেদ মান্নাফি দক্ষিণের সদ্যবিদায়ী কমিটির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। হুমায়ুন কবির ছিলেন দক্ষিণের কার্যনির্বাহী কমিটির সদস্য।
আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ এই দুই শাখায় ২২ জন সভাপতি ও ২২ জন সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। তাদের সমঝোতার জন্য ২০ মিনিট সময় দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সমঝোতা না হওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে নতুন নেতাদের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।
সম্মেলন উপলক্ষে শনিবার সকাল থেকেই দলে দলে লোকজন সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা পদপ্রত্যাশী নেতাদের ছোট-বড় ব্যানার ও পোস্টারে ছেয়ে যায়। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী মহানগর পর্যায়ে প্রতি তিন বছর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও এবার ঢাকা মহানগরের দুই অংশের সম্মেলন হচ্ছে সাত বছর পর। ২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।