ভারতে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদ ইসলামী ঐক্যজাটের




ইসলামী ঐক্যজোট


ভারতের আলোচিত নাগরিকত্ব সংশোধনী বিলের (সিএবি) নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ঐক্যজাট। রবিবার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে দলটির মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, ‘বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল সংবিধান পরিপন্থী এবং ভারতে ধর্মীয় বহুত্ববাদ ও আন্তঃসংস্কৃতির জন্য হুমকিস্বরূপ।’

মুফতি ফয়জুল্লাহ বলেন, ‘ইতোমধ্যে ভারতের এই আইন সংশোধনীর আহ্বান জানিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। বিতর্কিত নাগরিকত্ব বিলের প্রতিবাদে খোদ ভারতের বিভিন্ন স্থানে চলছে প্রতিবাদী মিছিল, সড়ক অবরোধ। কিন্তু বিজেপি সরকার সবকিছুকে উপেক্ষা করে তাদের পরিকল্পিত মুসলিম বিদ্বেষী বিলটিকে আইনে পরিণত করেছে।’

ঐক্যজোটের মহাসচিব বলেন, ‘ভারতের মুসলিম বিরোধী নতুন এই আইন নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি সাম্প্রদায়িক এই আইনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে স্বাধীনতার জন্য জন্য রক্ত দেওয়া ভারতের মুসলমানরা। ভারতীয় হিন্দু-মুসলিম সম্প্রীতি বিনষ্ট হয়ে সংঘাতময় পরিস্থিতিও সৃষ্টি হতে পারে। আমরা ভারত সরকারকে অবিলম্বে এই বিতর্কিত আইন বাতিলের দাবি জানাচ্ছি। একই সঙ্গে এনআরসির নামে ভারতজুড়ে মুসলমানদের রাষ্ট্রহীন করার পরিকল্পনা বাদ দিয়ে সব ধর্মমতের মানুষের জন্য নিরাপদ ভারত গড়ার আহ্বান জানাচ্ছি।’