‘সিটি নির্বাচনে ভোট ডাকাতি হলে দেশবাসী কাউকে ছেড়ে দেবে না’

ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, তিন সিটি নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। বিগত নির্বাচনগুলোর মতো ভোট ডাকাতি ও আগের রাতে নির্বাচনের চেষ্টা করা হলে দেশবাসী আর  কাউকে ছেড়ে দেবে না। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে ইসলামী আন্দোলনের নির্বাচন প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়— সেই ব্যবস্থা করতে হবে। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক পদ। এ পদের খেয়ানত করলে জনতার আদালতে একদিন দাঁড়াতে হবে। ঢাকার দুই সিটি এবং চট্টগ্রাম সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন অংশ নিয়ে ভোট ডাকাতি ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’

সভায় উপস্থিত ছিলেন— দলটির যুগ্ম মহাসচিব মাহবুবুর রহমান, আমিনুল ইসরাম, ইমতিয়াজ আলম, আশরাফুল আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মুফতি হেমায়েতুল্লাহ, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ প্রমুখ।