সুস্থ হয়ে উঠছেন নানক

জাহাঙ্গীর কবির নানক (ছবি: সংগৃহীত)রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন হৃদরোগে আক্রান্ত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সুস্থ হয়ে উঠছেন। বুধবার (৮ জানুয়ারি) তাকে কেবিনে হস্তান্তর করা হয়েছে। ৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে তার শারীরিক অবস্থা স্থিতিশীল দেখে চিকিৎসকরা তাকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে সাধারণ কেবিনে স্থানান্তরের পরামর্শ দেন।
নানকের ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব বাংলা ট্রিবিউনকে বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, নানক এখন সম্পূর্ণ সুস্থ। কার্ডিয়াক বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান বলেছেন, তিনি এখন পুরোপুরি শঙ্কামুক্ত। তিনি দ্রুত সময়ে স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরতে পারবেন।
গত সোমবার সকালে হঠাৎ বুকের ব্যথা অনুভব হওয়ায় ব্যক্তিগত চিকৎসকদের পরামর্শে ল্যাবএইডে ভর্তি হন নানক। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় হৃদরোগজনিত সমস্যা ধরা পড়ে। এনজিওগ্রামে তার হার্টে দুটি ব্লক ধরা পড়ে এবং তাৎক্ষণিক অপারেশন করে তাকে একটি রিং পরানো হয়।
স্বাস্থ্যের উন্নতি হওয়ায় পরিবার ও আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের দুই-একজনের সঙ্গে নানকের সাক্ষাতের অনুমতি দেন চিকিৎসকরা। তাদের মাধ্যমে নানক দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধামন্ত্রী শেখ হাসিনাসহ দল ও সরকারের শীর্ষ ব্যক্তিরা তার অসুস্থতার খবর নেওয়ায় এবং হাসপাতালে গিয়ে দেখা করায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।